1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

হঠাৎ দেশে ফিরে অনুশীলনে সাকিব

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৬২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের মাঝপথে হুট করেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। জানা গেছে, বুধবার মিরপুরে অনুশীলনেও নেমেছেন তিনি।

একজন স্থানীয় কোচের সঙ্গে অনুশীলন করছেন তিনি।
আগের দিন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

এরপর আজ দুপুর দুইটার ফ্লাইটে মুম্বাই থেকে কলকাতায় আসেন ক্রিকেটাররা। এর মধ্যে বিমানবন্দরেও একাই আসেন সাকিব।
পরে সবাই জানতে পারেন, তিনি ফিরে গেছেন দেশে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অফ স্টাম্পের বাইরের বল খেলতে উইকেটের পেছনে ক্যাচ দেন সাকিব।

এরপর তার চোখেমুখে ফুটে ওঠে বিরক্তি।
এবারের বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে স্রেফ ৫৬ রান করেছেন সাকিব। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট। দলের অবস্থাও খুব একটা ভালো নয়। হেরেছে পাঁচ ম্যাচের চারটিতে, এর মধ্যে চোটের কারণে ভারতের বিপক্ষে খেলেননি সাকিব।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা