1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

কুমিল্লায় ৯ মাসে সড়কে ঝরেছে ৩০৬ প্রাণ

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৭৬ বার পঠিত

নিউজ ডেস্ক: কুমিল্লায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ৩৪৭ সড়ক দুর্ঘটনায় ৩০৬ জন নিহত হয়েছেন। গত বছর জেলায় ৩২৭ দুর্ঘটনায় নিহত হন ৩৪৭ জন। রোববার (২২ অক্টোবর) সড়ক দিবস উপলক্ষে হাইওয়ে পুলিশ এ তথ্য জানায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্ঘটনার মূল কারণ সড়কে অবৈধ হাট-বাজার স্থাপন, বেপরোয়া গতি ও পাল্লা দিয়ে যানবাহন চালানো, আইন ভেঙে ইউটার্ন নেওয়া, নির্দেশনা না মেনে যানবাহন পরিচালনা এবং ফুটওভার ব্রিজ ব্যবহার না করা।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অসংখ্য প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। গত বছর ২৬ হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০ হাজার নিষিদ্ধ থ্রি হুইলার আটক করে ৬ কোটি ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী একাধিক ভারী যানবাহন চালকদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, মহাসড়কে দুর্ঘটনার জন্য প্রধানত দায়ী নিষিদ্ধ থ্রি হুইলার। এছাড়া, পথচারীরা অবচেতনভাবে হুটহাট মহাসড়কে উঠে গেলে দুর্ঘটনা ঘটে।

তারা আরও জানান, মহাসড়কে চলাচলকারী প্রতিটি যানবাহন চালকের উচিত গতি নিয়ন্ত্রণে রাখা। সেই সঙ্গে চালকদের সচেতন হওয়া জরুরি। এছাড়া, ট্রাক, কাভার্ডভ্যান ও বাস চালকদের পর্যাপ্ত বিশ্রামের বিষয়টি নিশ্চিত করতে হবে।

নিরাপদ সড়ক চাই আন্দোলন কুমিল্লার সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের বলেন, রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় দ্রুতগামী যানবাহনের নিচে চাপা পড়ে বহু মানুষ মারা যাচ্ছে। সবার উচিত ফুটওভার ব্রিজ ব্যবহার করা। একইসঙ্গে অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া।

কুমিল্লা বাসমালিক সমিতির সভাপতি কবির আহমেদ বলেন, সড়কে দুর্ঘটনার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু চালকদের দোষ দিলে সমস্যার সমাধান হবে না।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, মহাসড়কে থ্রি হুইলার বন্ধ ও যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে। সকলের সচেতনতায় দুর্ঘটনা রোধ এবং হতাহতের সংখ্যা কমিয়ে আনা সম্ভব।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা