1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

‘গাজায় যারা থাকবে তারাই সন্ত্রাসী’

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৫৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে ইসরায়েল। যারা এই নির্দেশনা অমান্য করে গাজায় থাকবে তাদেরকে সন্ত্রাসী হিসাবে বিবেচনা করা হবে। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরা বলেছে, ‘সকাল (২১ অক্টোবর) থেকে আমাদের মোবাইল ফোনে ইসরায়েলি সেনাবাহিনীর রেকর্ডিংসহ কল আসছে। এতে বলা হয়েছে যে কেউ গাজা শহরে ফিরে এসেছেন বা এখনও আছেন তাকে সন্ত্রাসী এবং তাদের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে। যারাই গাজা সিটিতে থাকবে তাদের পরিণতি ভোগ করতে হবে।’

গত সপ্তাহে গাজায় স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণে টানা হামলা চলবে তাই বাসিন্দারা যেন উত্তরে সরে যায়। গত সপ্তাহে উত্তরে যাওয়া ফিলিস্তিনিদের গাড়িবহরেও হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনায় শতাধিক নিহত হয়েছে। উত্তরে এভাবে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে অনেক ফিলিস্তিনি দক্ষিণে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে। তাদের ভাষ্য, যেহেতু সবজায়গাতেই হামলা চলছে, সেহেতু বাড়িতে বসে মরাই উত্তম।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা