নিজেস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের পরিচয় ও সুসম্পর্কের কথা বলে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আবু হানিফ তুষার ওরফে হানিফ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। এ সময় তার কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমপি ও চেয়ারম্যানদের ঘোল খাওয়ানো ‘কমিটি’
তিনি জানান, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিকটাত্মীয়ের মিথ্যা পরিচয় ও সুসম্পর্কের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও পদোন্নতি এবং সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়াসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছে একটি চক্র। অভিযুক্ত হানিফ মিয়া ওই প্রতারক চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে প্রতারণার অনেক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
বুধবার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।