1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

হাসপাতালে নায়ক আরিফিন শুভ

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৯৪ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়ক আরিফিন শুভকে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এসব তথ্য নিশ্চিত করেছেন শুভ নিজেই।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে আরিফিন শুভ বলেন, ‘এক বছর ধরে পলিপাসের সমস্যায় ভুগছি। গত কয়েক মাসে সেটা আরো জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ সিনেমা নিয়ে ব্যস্ত থাকার কারণে সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে ওঠেনি। এখন পরিস্থিতি এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে।’

দোয়া চেয়ে শুভ বলেন, ‘আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হবে। ইনশাআল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

গত ১৩ অক্টোবর দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। এতে মুজিব চরিত্রে অভিনয় করেছেন শুভ। তার স্ত্রী রেনুর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও বড়বেলার ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।

ঢাকা/রাহাত/শান্ত

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা