নিজেস্ব প্রতিবেদক: বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়কারী ও হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
গ্রেপ্তার অপরাধীর নাম নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দীন। তিনি সন্ত্রাসী সংগঠন আরসার মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান বলে জানা গেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন। খন্দকার আল মঈন জানান, নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দীনকে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।