1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

র‍্যাব-পুলিশের পোশাকে আরও ৩ ছিনতাই

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৮ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক: রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ছিনতাই ও ডাকাতি থেমে নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে টাস্কফোর্স গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এ ধরনের অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। অস্ত্রের মুখে ছিনতাই ও ডাকাতি কমলেও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে অপরাধ তৎপরতা বেড়েছে।

রাজধানীতে ছিনতাই ও ডাকাতি নিয়ন্ত্রণে ডিএমপির পক্ষ থেকে গত ৭ অক্টোবর ১৯ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ টাস্কফোর্স গঠিত হয়। এরপরও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরা অপরাধীদের দৌরাত্ম্য কমেনি।

সর্বশেষ গত ১০ অক্টোবর রাজধানীর খিলক্ষেত এলাকায় প্রাইম ডেন্টাল কলেজের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর র‍্যাবের জ্যাকেট পরে ডাকাতির ঘটনা ঘটেছে। এর দু’দিন আগে ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীর ডেমরা সুলতানা কামাল সেতুর ওপর ডাকাতি হয়।

ওইদিন বিকেলে খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মাদার টেক্সটাইল মিলস লিমিটেডের ২ কর্মকর্তাকে র‍্যাবের জ্যাকেট পরা অপরাধীরা তুলে নিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ৪৮ লাখ টাকা এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ছিনতাই চক্রের ৭ সদস্যকে শনাক্ত করেছে। এর মধ্যে ৪ সদস্যকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ডিবি।

রোববার বিকেলে মাদার টেক্সটাইল মিলস লিমিটেডেড় মালিক সোহেল আহম্মেদ সুলতান (২৭) বলেন, ঘটনার দিন কোম্পানির হিসাবরক্ষক কর্মকর্তা অনিমেশ চন্দ্র সাহা (৩২) টাকা উত্তলনের জন্য দুপুর ২টার দিকে আমার বনানীর বাসা থেকে বের হন। এরপর তিনি আল-আরাফা ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ থেকে দুটি চেকের মাধ্যমে ৮৩ লাখ ৫০ হাজার টাকা তোলেন। ব্যাংকের মধ্যেই অনিমেশ ও কোম্পানির কর্মাশিয়াল জিএম শাহজাহান মিয়া ব্যবসায়ী অংশীদারকে ৩৫ লাখ ৫০ হাজার টাকা দেন। বাকি ৪৮ লাখ টাকাসহ তারা দুজন কোম্পানির প্রাইভেটকারচালক আবুল বাশারকে নিয়ে আমার বনানীর বাসায় আসার জন্য কাওলা থেকে এক্সপ্রেসওয়েতে ওঠে।

তিনি আরও বলেন, গাড়িটি খিলক্ষেত থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইম ডেন্টাল কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে মেরুন রঙয়ের একটি প্রাইভেটকার এসে তাদের গতিরোধ করে। এ সময় ওই গাড়ি থেকে অজ্ঞাত ৫–৬ জন চালককে গাড়ি থেকে নামিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ নেয়। চক্রের এক সদস্য গাড়ি চালায় এবং বাকি সদস্যরা অনিমেশ ও শাহজাহানকে গাড়ির মধ্যে জিম্মি করে। এ সময় তাদের কাছে অস্ত্র আছে জানিয়ে হাতকাড়া লাগিয়ে চোখ বেধে ভয়ভীতি দেখিয়ে ব্যাংক থেকে তোলা টাকা কোথায় জানতে চায়।

সুলতান বলেন, র‍্যাবের জ্যাকেট পরিহিত অজ্ঞাত ব্যক্তিদের ভয়ে গাড়িতে থাকা টাকার ব্যাগ দেওয়ার পর তারা নিজেদের গাড়িতে উঠে যায়। অনিমেশ, শাহজাহান ও গাড়িচালক বাশারকেও তাদের গাড়িতে তুলে নেয়। এ সময় আমার কোম্পানির গাড়ি নিয়ে তাদের অপর এক সদস্য চলে যায়। আধা ঘণ্টার মতো বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তিনজনকে ৩০০ ফিট রাস্তার বোয়ালিয়া ব্রিজের ওপর ফেলে দিয়ে তারা কাঞ্চন ব্রিজের দিকে চলে যায়। এ সময় ছিনতাইকারীরা তাদের মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা নিয়ে নেয়।

ছিনতাইকারীরা কালো রঙয়ের র‍্যাবের জ্যাকেট পরিহিত ছিল বলে জানান সুলতান। জ্যাকেটের পিছনে র‍্যাব লেখা ছিল বলেও জানান ওই ৩ ভুক্তভোগী।

ডিএমপি সূত্রে জানা গেছে, ৮-৯ অক্টোবর তিনদিনে রাজধানীতে তিনটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে রাজধানীর বনানী, ডেমরা ও শ্যামপুর থানায় তিনটি মামলা হয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর মধ্যে গত ৮ অক্টোবর ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীর ডেমরা সুলতানা কামাল সেতু ওপর ২ ব্যবসায়ীকে জিম্মি করে ৩৬ লাখ ৫০ হাজার টাকা এবং দুটি আইফোন ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন— রাসেল মাত্তবর (৩৮) ও আরিফ হোসেন ওরফে কামাল (৩৭)। রাসেলের নামে পাঁচটি ও আরিফের নামে ৯টি ডাকাতি মামলা রয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেন জানান, তিনি ও তার ব্যবসায়িক অংশীদার সজিব হোসেন নারাণগঞ্জের রূপগঞ্জ থেকে জমি কেনার জন্য সাড়ে ৩৬ লাখ টাকা নিয়ে একটি প্রাইভেটকারে ডেমরা ভূমি অফিসের উদ্দেশে রওনা হয়। গাড়ি সুলতানা কামাল সেতুর ওপর পৌঁছালে কালো রঙের একটি মাইক্রোবাস গতিরোধ করে। এরপর সেই গাড়ি থেকে ডিবির জ্যাকেট পরা ৫–৬ জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাদের কাছে অবৈধ টাকা রয়েছে বলে দাবি করে। এ সময় দু’জনকে টেনে-হিঁচড়ে গাড়িতে উঠিয়ে হাতকড়া পরায়। এরপর হাতে পিস্তল ধরিয়ে ছবি তুলে মামলার হুমকি দেয়। পরে সঙ্গে থাকা টাকা নিয়ে চোখ বেধে দুই ঘণ্টা ঘুরিয়ে রূপগঞ্জের পূর্বাচল ২১ নম্বর সেক্টরে ফেলে চলে যায়।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও এখন পর্যন্ত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিয়ান চলছে।

এ ছাড়া ডিএমপি কমিশনারের টাস্কফোর্স গঠনের পর ৯ অক্টোবর শ্যামপুর দোলাইরপাড়ে ৫৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এর আগে ৩ অক্টোবর রাতে রাজধানীর আসাদগেট এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে গাড়ির ধাক্কায় তাজুল ইসলাম নামে এক যুবক মারা যান।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন নামে একজন নিহত হন। এ ঘটনায় দেলোয়ারের ছোট ভাই আনোয়ার হোসেন আহত হন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা