1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

দরজায় কড়া নাড়ছে শিল্পী সমিতির নির্বাচন

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের সাধারণ সম্পাদকের পদ নিয়ে সৃষ্ট জটিলতার কোনো সুরাহ হয়নি। কিন্তু তার আগেই শেষ হয়ে আসছে বর্তমান কমিটির মেয়াদ। দুই বছর মেয়াদি এ কমিটির মেয়াদ আছে আর ২ মাস। এদিকে সঠিক সময়ে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

জানা যায়, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির বর্তমান সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক এক প্রশ্নের উত্তরে গণমাধ্যমকে বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে আমাদের মেয়াদ শেষ হবে। আপাতত সমিতি তার নিজস্ব গতিতে চলছে। হ্যাঁ, একটা ঝামেলা ছিল, সেটা আপাতত আর নেই। আশা করছি, নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নতুন খবর হচ্ছে, এরই মধ্যে ভেতরে ভেতরে অনেকেই আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন ‘মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল।

ডিপজল জানান, শিল্পী সমিতির নির্বাচিত সদস্যদের বাদ দেওয়া নিয়ে যা ঘটেছে তা কেলেঙ্কারির মতো। বিশেষ করে নির্বাচিত সহ-সভাপতি রুবেল ও কার্যনির্বাহী সদস্য সুচরিতাকে নোটিশ দিয়ে সমিতি থেকে সরানোর বিষয়টি মোটেও উচিত হয়নি।

শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এই অভিনেতা বলেন, ‘আমি সাধারণ শিল্পীদের জন্য কী করি তা বলার অপেক্ষা রাখে না। আমি নির্বাচনে ভোট পেলে পাব, না পেলে না পাব। তবে আমি অবশ্যই সভাপতি পদে নির্বাচন করব।’

ডিপজলের সঙ্গে সাধারণ সম্পাদক পদে কে নির্বাচন করবেন, সেটাও ঠিক করে ফেলেছেন তিনি। এ বিষয়ে খল-অভিনেতা বলেন, ‘সাধারণ সম্পাদক পদে কাকে রাখব তা ঠিক করে ফেলেছি। তবে এত আগে নামটা জানাতে চাই না। আগামী নির্বাচনের জন্য সবকিছু গুছিয়ে মাঠে নামছি।’

সূত্রের খবর, আসন্ন নির্বাচনে লড়বেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে আগাম কিছু বলতে নারাজ চিত্রনায়ক জায়েদ খান।

তারকাদের অংশগ্রহণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন গত বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে তৃতীবারের মতো নির্বাচিত হন জায়েদ খান। পরবর্তীতে নিপুণ আক্তার আপিল করলেও সেখানেও জয়ী হন জায়েদ খান। এরপর পদটি নিয়ে আদালতে দ্বারস্থ হন নিপুণ। একই পথে হাঁটেন জায়েদ খানও।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা