নিজেস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আমার প্রত্যাশা, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগ পাওয়া যাবে না। মনে রাখতে হবে, অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। যেসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে।
রোববার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইনসে বিশেষ রোল কলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, আমরা ডিসিপ্লিনড ফোর্স। আমাদের কাজে-কর্মে ডিসিপ্লিন রাখতে চাই। আমাদের পোশাক-পরিচ্ছদের পাশাপাশি মন-মানসিকতা পরিচ্ছন্ন রাখব। আমরা মানুষের ভালো করার জন্য পুলিশের চাকরিতে এসেছি। নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না।
ডিএমপি কমিশনার আরও বলেন, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় আরও বেশি। আমাদের অনেক পুলিশ সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে পুলিশ হাসপাতালে গিয়েছিলাম। সেখানে দেখেছি, চিকিৎসাধীন ৮০ শতাংশ রোগীই ডেঙ্গু আক্রান্ত। ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমাদের আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সহসাই ডেঙ্গু শেষ হয়ে যাবে, বিষয়টি এমন নয়।