1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বলল ‘সুড়ঙ্গ’ টিম

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৬ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বলল ‘সুড়ঙ্গ’ টিম
ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমাটি সম্প্রতি পাইরেসির কবলে পড়ে। বিষয়টি নিয়ে বসে নেই ‘সুড়ঙ্গ’ টিম। পাইরেসি ও সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে অবশেষে ডিবি কার্যালয়ে গেলেন ‘সুড়ঙ্গ’ সিনেমার নির্মাতা, নায়ক, নায়িকা ও প্রযোজক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। তবে ‘সুড়ঙ্গ’ টিমের সঙ্গে দেখা গেছে ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানকেও। বিষয়টি দেখে অনেকেই চমকে গেছেন।

কার্যালয় থেকে বেরিয়ে পরিচালক রায়হান রাফী জানান, ‘দুই দিন ধরে বিষয়টি আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করছিলাম। সেটা এখন আমরা শূন্যের কোটায় নিয়ে এসেছি। সবচেয়ে বড় বিষয় হল- আজ আমাদের সিনেমার পাইরেসির শিকার হয়েছে। কাল অন্য একটি সিনেমা হবে। সুতরাং আমরা চাই না কোনো সিনেমার সঙ্গে এমনটা হোক। এজন্য আজ পুলিশের গোয়েন্দা বিভাগকে আমরা অফিসিয়ালি জানালাম। জানানোর সঙ্গে সঙ্গে ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ স্যার তার টিমকে বলে দিয়েছেন। তারা আনুষ্ঠানিকভাবে মাঠে নেমে পড়েছে।’

এ প্রসঙ্গে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসি রোধের বিষয়ে আইনগত সহায়তার জন্য সিনেমার পরিচালক, প্রযোজক, নায়ক ও নায়িকা দেখা করেন। তাদের অভিযোগ আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি আমরা।’

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা