ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপের পরবর্তী ম্যাচ খেলতে পুনেতে পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল। লম্বা বিরতির পর মহারাষ্ট্রে ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি হবে ১৯ অক্টোবর।
বিরতি লম্বা হওয়ায় ক্রিকেটাররা তিনদিনের ছুটি পেয়েছেন। অখণ্ড এই অবসর কাটাতে ক্রিকেটারদের যার যার মতো করে থাকতে বলা হয়েছে। ১৭ অক্টোবর তারা অনুশীলনে ফিরবেন।
বাংলাদেশে শিবিরে এখন উৎকণ্ঠা সাকিব আল হাসানকে নিয়ে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাম পায়ের উরুতে টান পড়ে তার। ব্যাটিংয়ের সময় থেকেই অস্বস্তিতে ভুগছিলেন। পায়ে ক্র্যাম্প করায় দ্রুত রান তুলতে গিয়ে আউটও হন। পরে বোলিংও করেন। তবে নিজের ১০ ওভারের কোটা পূরণ করার পরপরই মাঠ থেকে উঠে যান।
গন্তব্য ছিল হাসপাতাল। সেখানে সাকিবের পায়ের স্ক্যান করানো হয়। রিপোর্টের অপেক্ষায় আছে টিম ম্যানেজমেন্ট। তার চোটের ধরনও অনুমান করতে পারছেন না দলের ফিজিও। রিপোর্ট হাতে পাবার পর মন্তব্য করতে চান।
বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ‘সাকিবের চোট লেফট কোয়াডে (বাম পায়ের উরুর ওপরের দিকে)। স্ক্যানিংয়ের জন্য ওকে হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট এলেই বোঝা যাবে ওর চোট গুরুতর কিনা।’
নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ তিন ম্যাচের দুটিতে হেরেছে। একটিতে জিতেছে। বিশ্বকাপে এখনও ছয় ম্যাচ বাকি। কাগজে কলমে সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। শুধু সম্ভাবনাই নয়, বড় সুযোগ আছে সেরা চারে যাওয়ার। হিসেব বলছে, ছয় ম্যাচের অন্তত চারটি জিতলেই সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ।
সত্যিই পারবে তো? উত্তর জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।