1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে ৪২৭ রান করে আর্জেন্টিনার বিশ্বরেকর্ড

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে ৪২৭ রান করে আর্জেন্টিনার বিশ্বরেকর্ড আধুনিক যুগে ব্যাটারদের জন্য কাজটা অনেক সহজই বলা যায়। তবু ওয়ানডেতে ৪০০ রান করা যেকোনো দলের জন্যই কষ্টসাধ্য।

টি-টোয়েন্টিতে তো তা কল্পনাই করা যায় না। কিন্তু আর্জেন্টিনা নারী দল ঠিক এমন কিছুই করে দেখাল যা আপনি ভাবতেও পারেননি! প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে চারশ ছাড়ানো সংগ্রহ করলো তারা।

বুয়েনস আইরেসে আর্জেন্টিনার পাহাড়সম সংগ্রহ তাড়া করতে নেমে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় চিলি। হেরেছে ৩২৭ রানে।

রানের হিসেবে যা টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় জয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে কেবল তাণ্ডব চালান আর্জেন্টিনার দুই ওপেনার লুসিয়া টেলর ও আলবার্তিনা গালান। উদ্বোধনী জুটিতে ৩৫০ রান যোগ করেন তারা, যেটাও বিশ্বরেকর্ড। ৮৪ বলে ২৭ চারে ১৬৯ রানে আউট হন লুসিয়া টেলর। নারী টি-টোয়েন্টির ইতিহাসে যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
আরেক ওপেনার গালান ৮৪ বল খেলেই ২৩ চারে অপরাজিত থাকেন ১৪৫ রানে। পুরো ২০ ওভারে একটি উইকেটই হারায় আর্জেন্টিনা। অন্যদিকে চিলির বোলারদের জন্য দিনটি ছিল দুঃস্বপ্নের। ফ্লোরেন্সিয়া মার্তিনেসের কথাই একবার ভাবুন। এক ওভারে ৫২ রান খরচ করেছেন ডানহাতি এই মিডিয়াম পেসার। অথচ ছয় বলে ছক্কা মারলেও ৩৬ রানের বেশি আসার কথা নয়। কিন্তু চিলির বোলাররা এতোটাই অতিরিক্ত রান দিয়েছেন যে, যা ঠাঁই নিয়েছে রেকর্ডের পাতায়। বাই থেকে ১, ওয়াইড থেকে ৮, নো বলে ৬৪ রান দিয়েছেন (সবমিলিয়ে ৭৩ রান) তারা। সবচেয়ে খরুচে বোলিং করেছেন কনস্তানসা ওয়ারসে। ৪ ওভারে ৯২ রান খরচ করে লজ্জার রেকর্ডটি নিজের করে নিয়েছে তিনি।

এদিকে আর্জেন্টিনার আগে নারী টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহের আগের রেকর্ডটি ছিল বাহরাইনের। গত বছরের মার্চে সৌদি আরবের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান করেছিল তারা।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা