1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রথম চালান ইসরায়েলের পথে

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র ও গোলাবারুদ পথে রয়েছে। শিগগিরই এগুলো ইসরায়েলে পৌঁছাবে। হোয়াইট হাউসের নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জন কিরবি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করেছে। হোয়াইট হাউস তার মিত্রকে শক্তিশালী করার জন্য দ্রুত আর কী পাঠানো যেতে পারে তা দেখার জন্য তালিকা পর্যালোচনা করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার প্রথম চালান ইসরায়েলের পথে রয়েছে উল্লেখ করে কিরবি বলেন, ‘আমরা সম্পূর্ণরূপে আশা করছি, ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তার জন্য অতিরিক্ত অনুরোধ থাকবে। কারণ তারা এই যুদ্ধের ব্যয় চালিয়ে যাচ্ছে। আমরা তাদের সাথে কদম মিলিয়ে চলব, যাতে নিশ্চিত করা যায় যে, আমরা যতটা সম্ভব এবং যত দ্রুত সম্ভব তাদের চাহিদা পূরণ করছি।’

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা