শরীয়তপুর প্রতিনিধি, রায়েজুল আলম: শরীয়তপুরের ডামুড্যায় দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডামুড্যা থানায় মামলার প্রস্তুতি চলছে। ডামুড্যা থানা ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার চরভায়রা গ্রামের সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে একটি স্বর্ণের চেইন নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মারামারিতে রূপ নেয়। এ সময় প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা তাদের মারামারি থামাতে এগিয়ে লাঠির আঘাত পেয়ে মাঠিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মারামারি থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি আঘাত পেয়ে মারা যাওয়ার সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে। এ ব্যাপারেমামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।