নিজেস্ব প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অবেক্টাবর) সকাল ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ বছরের ফলাফল প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। যদিও এবারের পাসের হার কিছুটা কমেছে, তবুও শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর ২০২৩ সালে ৯৫৩টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছিল, এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৩৮৮টি, যা গত বছরের তুলনায় ৪৩৫টি বেশি।
এবার ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য নিবন্ধন করে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন।