1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

রাজধানীর সবুজবাগে ঘরের ভেতর মিলল নারীর লাশ

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৩ বার পঠিত

ডেস্ক নিউজ : রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে সানাম আক্তার প্রিয়া (৩০) নামে এক নারীর গলা কাটা মরদেহ পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে জবাই করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণগাঁও শাহী মসজিদের পাশের একটি বাড়ি থেকে প্রিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের বাসা থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই নারী বাসায় একা থাকতেন।

ধারণা করা হচ্ছে, যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তারা নিহতের পূর্ব পরিচিত। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

নিহত প্রিয়ার গ্রামের বাড়ি মাগুড়া সদর উপজেলার চাদপুর গ্রামে। বাবার নাম মান্নু বিশ্বাস ওরফে চুন্নু।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা