1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

মেসিকে নিয়েও জিততে পারলো না আর্জেন্টিনা

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৪১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালের পর এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেন লিওনেল মেসি। তবে পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে রইলেন আর্জেন্টাইন অধিনায়ক। তার ফেরার মঞ্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা।

অবশ্য এ ড্রয়ের পরও বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষেই রইলো আর্জেন্টিনা। একইসঙ্গে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার পথটাও আরেকটু সহজ করল তারা। ৯ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৯। ১৬ অক্টোবর আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে।

বাংলাদেশ সময় শুক্রবার (১১ অক্টোবর) ভোর রাতে ভেনেজুয়েলার মাঠ স্তাদিও মাতুরিনে খেলতে নামে আর্জেন্টিনা। তবে বৃষ্টির কারণে খেলা ৩০ মিনিট দেরিতে শুরু হয়। তবে টানা ৩০ মিনিটের বৃষ্টিতে মাঠের যা অবস্থা হয়, তার মধ্যে ফুটবল খেলা ছিল রীতিমতো ঝুকিপূর্ণ। তাও মাঠে নামে আর্জেন্টিনা।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা