1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

চীনের শ্রেষ্ঠত্বে পর্দা নামলো এশিয়ান গেমসের

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : প্রতি চার বছর পর পর এশিয়ান গেমস হওয়ার কথা থাকলেও মহামারি করোনার কারণে ২০২২ সালের আসরটি হতে পারেনি। এক বছর পিছিয়ে ২০২৩ সালে চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হলো ১৯তম এশিয়ান গেমস।

সোমবার চীনের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো এশিয়ার অলিম্পিক খ্যাত এশিয়াডের। স্থানীয় সময় রাত ৮টায় ৮০ হাজার ধারণ ক্ষমতার হ্যাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে জাপানের কাছে মশাল হস্তান্তরের মাধ্যমে শেষ হলো ১৯তম এশিয়ান গেমস। ২০২৬ এশিয়ান গেমসের আয়োজক জাপানের নাগোয়া-আইচি। অবশ্য ৩ বছরেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে পরবর্তী এশিয়ান গেমস।

এবারের এশিয়ান গেমসের শেষ পদকটি জিতেন তাইওয়ানের গু শিয়াউ-শুয়াং। নারী কারাতের ৫০ কেজি ওজন শ্রেণির কুমি ইভেন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে স্বর্ণ জিতেন তিনি।

তবে পদক তালিকায় অতুলনীয় শ্রেষ্ঠত্ব দেখিয়েছে চীন। তারা ২০১টি স্বর্ণ জিতে পেছনে ফেলেছে ২০১০ সালে জেতা ১৯৯ স্বর্ণের রেকর্ডকে।

স্বাগতিকরা ২০১টি স্বর্ণ, ১১১টি রৌপ্য ও ৭১টি ব্রোঞ্জসহ মোট ৩৮৩ পদক পেয়ে সেরা হয়। দ্বিতীয় স্থানে থাকা জাপান পেয়েছে ১৮৮টি পদক। তার মধ্যে স্বর্ণ ৫২টি, রৌপ্য ৬৭টি এবং ব্রোঞ্জ ৬৯। তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া ৪২টি স্বর্ণ, ৫৯টি রৌপ্য ও ৮৯ টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা