রায়েজুল আলম, শরীয়তপুর থেকে : শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরে পরে আয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাকুইসার এলাকায় এ ঘটনা ঘটে। আয়ান ওই এলাকার প্রবাসী মোঃ সাগর আহমেদের ছেলে।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল আয়ান। এসময়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে তাকে দেখতে না পেলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভেসে থাকতে দেখে স্থানীয় ও তার স্বজনরা। পরে তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিয়া বলেন, পানিতে পড়া আয়ান নামে এক শিশুকে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করা হয় ।