নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপি’র গোয়েন্দা শাখার একটি দল চট্টগ্রামের খুলশী এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া মশিউরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। ৫ আগস্টের আগে তিনি ডিএমপি’র গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার ছিলেন।
জানা যায়, অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৮টি হত্যা মামলা দায়ের হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে ঢাকা নিয়ে গেছে বলে জানা গেছে।