নিজেস্ব প্রতিবেদক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
দুই দিন আগে বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে আজ। শনিবার ভারতের ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে ব্যাট-বলে দাপট দেখিয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল।
এদিন বাংলাদেশ টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের ১৫৬ রানে আটকে ফেলেন সাকিব-মিরাজরা। বল হাতে ৩টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।
১৫৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে হাফ সেঞ্চুরি করেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।