ঢামেক প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাদ থেকে পড়ে মো. আব্দুল্লাহ আল সাদাফ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মা রুম্পা বেগম বলেন, দুপুরের দিকে ফতুল্লার কাশিমপুর হাটখোলায় আমাদের বাসার দ্বিতীয় তলার ছাদে সাদাফ খেলা করতে যায়। খেলতে খেলতে ছাদ থেকে সাদাফ নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।