বিনোদন ডেস্ক : শবনম ইয়াসমিন বুবলী। সংবাদ উপস্থাপক থেকে হয়েছেন নায়িকা। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে।
বুবলীর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে। অর্থনীতিতে সরকারি তিতুমীর কলেজ থেকে স্নাতক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন।
চার ভাই বোনের মধ্যে বুবলী তৃতীয়। বড় বোন নাজনীন মিমি ও আরেক বোন শারমিন সুইটি, যিনি একটি বেসরকারী চ্যানেলের সংবাদ উপস্থাপক।
বুবলীর চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল শাকিব খানের হাত ধরে। তার সঙ্গে জুটি হয়ে একাধারে ১২টি সিনেমায় অভিনয় করেন তিনি। শাকিব খানের বাইরে গিয়ে এরইমধ্যে একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় এসেছেন চিত্রনায়িকা বুবলী। বেশ কয়েকটি কাজ প্রশংসিতও হয়েছে।
আসছে দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমা। এই ছবির মাধ্যমেই ওপার বাংলার ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার।
‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বুবলী তার ফেসবুক পাতায় বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন, যদিও তিনি তখন গর্ভবতী ছিলেন না। সন্তানের বিষয়টি এতদিন গোপন রাখায় ও বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠে। পরে ৩০ সেপ্টেম্বর শাকিব ও বুবলী উভয় তাদের ফেসবুক পাতায় সন্তানের ছবি প্রথমবারের মতো পোস্ট করেন, জানান শেহজাদ খান বীর তাদের সন্তান।