নিজেস্ব প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আজ সোমবার কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, আজকে পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকতে বহিরাগতরা কিভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা তীব্র নিন্দা জানাই। সারাদেশের মানুষকে নেমে আসার আহ্বান জানান।
হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও একদফা দাবিতে সারাদেশে মঙ্গলবার বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সমন্বয়ক নাহিদ ইসলাম।
আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘সারাদেশে মর্মান্তিকভাবে আমাদের ওপর হামলা চালানো হলো। এই ঘটনার তার তীব্র নিন্দা জানাই। ভিসি এবং প্রক্টর আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।’