1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে খেলনা পিস্তলসহ ৩ কিশোর অপরাধী গ্রেপ্তার

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৯২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে কিশোর অপরাধী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৫ আগস্ট) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকা থেকে খেলনা পিস্তলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর-কলোনীপাড়া মহল্লার ফেরদৌসুর রহমান সিজান (১৯), প্লান্টিক পাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে বেলাল হোসেন (২১), আলীনগর-রেলপাড়া মহল্লার বাবলু ইসলামের ছোলে রমজান আলী (১৯)। সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কিশোর অপরাধী চক্রের মূলহোতা ফেরদৌস রহমান সিজানসহ তার সহপাঠীরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-আতাবাগানে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন খবরে র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে কিশোর অপরাধী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ক্ষুর, প্লাস্টিকের তৈরি একটি খেলনা পিস্তল, কাগজে মোড়ানো ৫ পুরিয়া গাঁজাসহ একটি কলকি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোর অপরাধী চক্রের মূলহোতা সিজানসহ তাদের ৩ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানায় একটি দায়ের হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা