নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেছেন, সুস্থ ধারার অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদের যে ধারা গ্লোবাল টেলিভিশন শুরু করেছে, সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সেই ধারাকে আরো বেগবান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আজ রবিবার গ্লোবাল টেলিভিশনের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে রাজধানীর তেজগাঁওস্থ নিজস্ব কার্যালয়ে দিনব্যাপি বিশেষ অনুষ্ঠান উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে অথনৈতিক মন্দার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং দেশবাসীর সহযোগিতায় আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, গ্লোবাল টেলিভিশনের পরিচালক আহমেদ হোসেন, সাবেক সিইও সৈয়দ ইশতিয়াক রেজাসহ বিভিন্ন সম্প্রচার ও বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দ্র এবং গ্লোবাল টেলিভিশনের বিভাগীয় প্রধান ও সাংবাদিক-কলাকুশলীবৃন্দ।
পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শেষে গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ কেকে কেটে আনুষ্ঠানিকভাবে বর্ষপূর্তির অনুষ্ঠানের উদ্বোধন করেন।
গ্লোবাল টেলিভিশনের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় তেজগাঁওস্থ কার্যালয়। দিনব্যাপি সেখানে দেশের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকবৃন্দকে শুভেচ্ছা জানান।