1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা শামীম ওসমানের

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

আল মামুন, নারায়নগঞ্জ: মানুষের প্রত্যাশা পুরণে একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যাগে,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি, ইভটিজিং ও ভুমিদসুতা মুক্ত সমাজ গড়া। মেডিক্যাল ক্যাম্প করে দুস্থ অসহায় মানুষকে চিকিৎসা প্রদান করা।গরিব ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় সাহায্যে প্রদান করা,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘসনা করা নারায়ণগঞ্জ ৪ আসনের এম পি আলহাজ্ব একে এম শামিম ওসমান,জনসভায় বক্তব্য বলেন পত্তেকটি ওয়াডে এক হাজার করে প্রতিনেধি করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কাজ চালিয়ে যাবেন।প্রসাসৈনিক এর কাছে সহজগিতা চেয়েছেন কিন্তু তারা সারা দেয়নি,আব্দুস সালাম সিনিয়র সাংবাদিক নারায়ণগঞ্জ প্রেসক্লাব তার সংকিপ্ত বক্তৃতায় বলেন নারায়ণগঞ্জ শহরে লাল চাবিওলা চলে প্রশাসন কে মাসে এক হাজার টাকা করে মান্তি দিয়ে সহরে দাপড়িয়ে বেরায়।তোহেদী জনতার নেত্রীবিন্দ তাদের বক্তৃতায় বলেন সমাজ কে মাদক মুক্ত করতে শামিম ওসমানের পাশে আছি শামিম ওসমানের পাশে থাকবো,নারায়ণগঞ্জ কটের সিনিয়র এডভোকেট বুলবুল বক্তব্য বলেন নারায়ণগঞ্জ শহরের প্রশাসন কেন আজকের জনসভায় নাই তাহলে কি তারা মাদক ব্যবসা কারিদের কাছ থেকে মোটা অংকের মাসোয়ারা পান,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন শাহ তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন কেউ থাকুক আর না থাকুক সাধারণ জনগণকে সাথে নিয়ে মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলবেন,শামিম ওসমানের বক্তৃতায় বলেন নারায়ণগঞ্জকে যেভাবে আজ থেকে ২৫বছর আগে কলংক মুক্ত করেছিলাম ঠিক সেভাবে মাদক সন্ত্রাস ইভটিজিং এবং ভুমিদুস্য মুক্ত করবো,সাধারণ জনগণকে সাথে নিয়ে মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলবেন,জনসভায় নয় জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইবো আমি জানতে চাইবো মাননীয় শরাস্টমন্ত্রীর কাছে কেন আসলোনা প্রশাসন কেন আসলোনা আইন শৃংখলা বাহিনী,জনসভায় সভাপত্তিত করেন নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগের সভাপতি জনাব আবদুল হাই।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা