নারায়ণগঞ্জ প্রতিবেদক : সোমবার ২০ নভেম্বর দুপুরে সানোয়ার হোসেন জুয়েলের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদব,কে,এম আলহাজ্ব শামীম ওসমানের ডাকা আগুন, সন্ত্রাস, জ্বালাও ,পোড়াও, নৈরাজ্যের, হরতাল ও অবরোধ বিরোধী শান্তি মিছিলে বিশাল শোডাউন নিয়ে যোগদান।
নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা বিশিস্ট সমাজ সেবক, তক্কার মাঠ বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি, তক্কার মাঠ বাজার কমিটির সভাপতি ও জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের পরিচালনা কমিটির উপদেষ্টা সানোয়ার হোসেন জুয়েলের নেতৃত্বে বিশাল মিছিল ও গাড়ী বহর নিয়ে শান্তি মিছিলে যোগদান করেন। মিছিলটি স্থানীয় ইস্টকোস্ট গার্মেন্টস এর সামনে থেকে শুরু করে হাজার হাজার নেতা করমীদের নিয়ে স্টেডিয়াম গিয়ে বিশাল বাসের বহরে করে চাষারা হয়ে পঞ্চবটি মাঠে গিয়ে যোগ দেয় ,সেখান থেকে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ,কে,এম আলহাজ্ব শামীম ওসমানের নেতৃত্বে মিছিলে যোগ দিয়ে আলীগঞ্জ পর্যন্ত গিয়ে শেষ করে। এসময় পুরো এলাকা জয়বাংলা স্লোগানে মোখরিত ছিল।