1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

ছয় ইমেরিটাস অধ্যাপককে সংবর্ধনা

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৪৬ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ছয়জন শিক্ষককে ‘ইমেরিটাস অধ্যাপক’ হিসেবে অলঙ্কৃত করেছে। এই ছয় খ্যাতিমান শিক্ষককে সংবর্ধনা দিয়েছে বিশেষায়িত গণমাধ্যম বহুমাত্রিক.কম। বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সহযোগিতায় শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে (অ্যানেক্স ব্লকে) এ সংবর্ধনা দেওয়া হয়।

এই ছয় শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান, চারুকলা ইনস্টিটিউটের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক রফিকুন নবী, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনীতিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম সম্পাদকসহ সমাজের বিশিষ্টজনরা অংশ নেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজ যাদের সম্মানিত করা হলো তারা প্রত্যেকেই অত্যন্ত গুণি মানুষ। তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন। তাদের কাছ থেকে আমরা যেমন শিখেছি, ঠিক তেমনি এখনও অনেক শেখা বাকি। আমি আশা করবো, তারা আমাদের আলোকবর্তিকা হয়ে আরও সামনে এগিয়ে যাবেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা