নিজেস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে আগামী ২২ অক্টোবর সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওই দিন সব জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
বাজুস জানায়, প্রতি বছরের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী পূজার দিন ২২ অক্টোবর রোববার সারা দেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।
আগামী ২০ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। তবে আজ থেকে শুরু হয়েছে মহালয়া।