সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিমিরখাল নামক আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগে।
নিহতরা হলেন, এমারুল মিয়া ( ৪০) তার স্ত্রী পলি আক্তার (৩৫) ও তাদের চার সন্তান পলাশ মিয়া (১২), ফরহাদ আহমেদ (১০) ফাতেমা আক্তার (৫) ওমর ফারুক(৩)। ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট আমরা পরীক্ষা করেছি, এসব ঠিক আছে। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিলো। পাশের ঘরের লোকজন আগুন দেখে চিৎকার করতে থাকে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ছয় জনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে।