নিউজ ডেস্ক : অবরোধের প্রথম দিন তিন নেতাকর্মী নিহতের ঘটনায় সিলেট বিভাগের চার জেলা ও কিশোরগঞ্জে চলছে বিএনপির হরতাল। এর মধ্যে, কিশোরগঞ্জে বুধবার (১ নভেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। অপরদিকে, সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭২ ঘণ্টার শান্তিপূর্ণ অবরোধে পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হন। আহত হন অন্তত দুই শতাধিক নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধা বেলা হরতাল ডাকা হয়েছে।
অপরদিকে, দক্ষিণ সুরমায় যুবদল নেতা জিল্লুর রহমান নিহতের প্রতিবাদে বুধবার সিলেট বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে বলে জানান সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।