নিজেস্ব প্রতিবেদক : রোববার দিনগত মধ্যরাতের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। এ কারণে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।
রাত সাড়ে ৩টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করেন খালেদা জিয়া। হাসপাতালে গেলে সেখানে তাকে ভর্তি করা হয়।