মো: রায়েজুল আলম, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকা থেকে লুৎফা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। লুৎফা বেগম চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, লুৎফা বেগম নামে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী পান্না বেগম নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পরে বিস্তারিত জানানো হবে।