জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে বৃহস্পতিবার (২৭ জুলাই) সূচকের মিশ্র প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক শূন্য দশমিক শূন্য ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৫৭ পয়েন্ট কমে ২ হাজার ১৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টি কোম্পানির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত আছে ১৮০টির।
ডিএসইতে মোট ৬৭৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭১৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৮৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৪৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টি কোম্পানির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত আছে ৬৪টির। দিন শেষে সিএসইতে ৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।