মাদারীপুর প্রতিনিধি : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকরা মাদারীপুর থেকে জাতীয় পরিচয়পত্র পাচ্ছে এমন অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ অভিযোগের বিষয়ে নির্বাচন অফিস তদন্ত কমিটি গঠন করায় প্রাথমিক সত্যতা পেয়েছে। এরই মধ্যে এক নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদির মুরা রোহিঙ্গা ক্যাম্পের ৩ নম্বর ব্লকের বাসিন্দা জমিলা খাতুন। বাবা নাম আবুল কালাম এবং মার নাম মাহমুদা খাতুন। অথচ তিনি গত ১ ফেব্রুয়ারি মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত এলাকা থেকে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। আবেদন করেছেন পাসপোর্টের জন্য। তিনি যে ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন, সেই এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও ওই নামে কাউকে চেনেন না। চরজানাজাত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির সরকার বলেন, ‘জমিলা খাতুন নামে যে নারীর কথা বলা হয়েছে, তিনি এ ইউনিয়নের বাসিন্দা নন। তাকে আমি চিনি না।’