1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১০ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীর হাজারীবাগ এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. জাহাঙ্গীর (৪৭) নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মীর হাজারীবাগ এলাকার মৃত ফজর আলীর সন্তান।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ভাতিজা মোহাম্মদ রুবেল জানান, বাসার পাশে তার চাচার একটি দোকান রয়েছে। দোকান থেকে বাসায় ফেরার পথে মীর হাজিরবাগে বাসার সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বাসার সামনের রাস্তায় পড়ে থাকলে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার চাচা স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা