খুলনা ব্যুরো: মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য খুলনা জেলা ও মহানগর বিএনপির অনেক নেতাকর্মী এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন। তবে এবারের মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য তারা ভিন্ন কৌশল নিয়েছেন।
বিএনপি নেতাকর্মীরা জানান, প্রতিবার ঢাকায় কর্মসূচিতে যাওয়ার সময় যানবাহন বন্ধ থাকে। পথে পথে তল্লাশিসহ নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন তারা। সে কারণে এবার তারা মহাসমাবেশের আগেই ঢাকায় যাচ্ছেন।
এছাড়া বাস বা কোনো যানবাহন রিজার্ভ করে একসঙ্গে তারা ঢাকায় আসছেন না।
নেতাকর্মীরা বলছেন, আবাসিক হোটেলে থাকলে পুলিশ অভিযান চালিয়ে আটক করতে পারে- এই বিষয়টি চিন্তা করে তারা বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের বাড়িতে উঠছেন।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী জানান, জেলার ৯টি উপজেলা থেকে প্রায় ৪ হাজার নেতাকর্মী মহাসমাবেশে যোগ দেবেন। মঙ্গলবার থেকে নেতাকর্মীরা যে যার মতো বাসে-ট্রেনে করে ঢাকায় যাচ্ছেন। কোনো বাস ভাড়া করে নেতাকর্মীরা একসঙ্গে ঢাকায় যাচ্ছেন না।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে ও নিজস্ব খরচে বাসে-ট্রেনে ঢাকায় যাচ্ছে। মঙ্গলবার ও বুধবার অনেক নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছেন।
আলাদাভাবে ঢাকায় আসছেন নজরুল ইসলাম মঞ্জু: জেলা ও মহানগর বিএনপির সঙ্গে নয়, এই সমাবেশে যোগ দিতে আলাদাভাবে ঢাকায় আসছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বাধীন গ্রুপ।
এ বিষয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, তাদের অনুসারী অর্ধ সহস্রাধিক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় যাওয়া শুরু করেছেন।