1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

ভ্রাম্যমাণ আদালতের অভিযান:কাপড়ের দোকানে সরকারি চাল

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯০ বার পঠিত

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ১২ বস্তা সরকারি চাল অবৈধভাবে মজুত রাখার কারণে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের একটি কাপড়ের দোকানে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম রেজা উপজেলার কৈডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।

জানা গেছে, পৌরসভার শরৎনগর বাজার এলাকা ও ইউনিয়ন পরিষদের ভবনের সামনে একটি কাপড়ের দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত রেখেছেন রেজাউল করিম রেজা। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী। এ সময় সেখান থেকে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ১২ বস্তা চাল জব্দ করা হয়। পরে সরকারি চাল মজুত রাখার দায়ে আওয়ামী লীগ নেতা রেজাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী জানান, কাপড়ের দোকানে সরকারি চাল মজুতের সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এজন্য তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ১২ বস্তা চাল জব্দ করা হয়।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজার সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা