রায়েজুল আলম, শরীয়তপুর প্রতিনিধি : বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্থরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,
জাতীয়করনে পূর্ব পর্যন্ত মাধ্যমিক শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন,মহিষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম,রামভদ্রপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান,গৈড্যা এস এম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু জাফর মোঃ ছালেহ,আলহাজ¦ কাজী দিদার বক্ধসঢ়;স ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার কে এম মকবুল হোসেন।
বক্তারা সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বৈষম্য তুলে ধরে বলেন, বেসরকারী শিক্ষকদের ঈদ বোনাস ২৫%, অপরদিকে সরকারী স্কুলের ১০০%, বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা, মেডিকেল ভাতা ৫০০ টাকা যা একটি সরকারী ও বেসরকারী শিক্ষকদের মাঝে বিরাট বৈষম্য। বেসরকারী শিক্ষকগণ এসকল বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য জোর দাবি তোলেন। বক্তারা আরো বলেন, দেশে অনেক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হলেও কোনো এবতেদায়ী মাদরাসা সরকারি করা হয়নি।
তারা সংযুক্ত এবদেতায়ী মাদরাসা সরকারি করার দাবি সহ নানা মাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা জর্জরিত, স্কুল, মাদরাসা, সরকারী, বেসরকারী এভাবে নানারকম প্রতিষ্ঠান হওয়ায় এদের মধ্যে বৈষম্য প্রকট, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা, উপজেলা, জেলা অঞ্চল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতা সম্পন্ন, ৬ষ্ঠ গ্রেড প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ৭ম গ্রেড প্রাপ্ত সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়নের জোর দাবি জানান।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মস্তফা কামাল,গৈড্যা এস এম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ
আনোয়ার হোসাইন,দারুল ফয়েজ দাখিল মাদ্রাসার সুপার মোঃ শরিফ হোসেন,চরচান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, সাজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনসহ উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বৈষম্য দূরীকরণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।