নিজেস্ব প্রতিবেদক:বিএসএমএমইউতে ডেঙ্গু কর্নারে যুক্ত হলো ২৮ শয্যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ডেঙ্গু কর্নারে রোগীর স্থান সংকুলান না হওয়ায় কর্তৃপক্ষ এর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে । ডেঙ্গু কর্নারের সংম্প্রসারিত অংশে যুক্ত হলো নতুন ২৮টি শয্যা। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার পর বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে (ক্যান্সার ভবন) এর শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
প্রসঙ্গত, বিদ্যমান ডেঙ্গু কর্নারে রোগীর স্থান সংকুলান না হওয়ায় এর আগেও শনিবার (১৫ জুলাই) ১৪ শয্যার সম্প্রারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এর ফলে বিদ্যামন ৬০ শয্যার ডেঙ্গু কর্নার নতুন করে যুক্ত হলো আরও ২৮টি শয্যা।
এ সময় উপস্থিত ছিলেন ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাউদ্দীন শাহ্, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ।