বরিশাল প্রতিনিধি : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ। বরিশাল মহানগরের নতুল্লাবাদ বাসটার্মিনাল এলাকা ও চৌমাথা এলাকায় দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে।
শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন। বিপরীতে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে।
বুধবার (১৭ জুলাই) দেড়টায় শুরু হওয়া এই সংঘর্ষ থেমে থেমে এখনো চলছে।
এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল ব্যবহার করা হচ্ছে।