নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, পুলিশের সঙ্গে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কাটাতে কাজ করা হচ্ছে। মনোবল ফিরিয়ে এনে পুলিশকে কার্যকর করতে সব ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে। পুলিশের যানবাহন সমস্যা, জনবল সমস্যা নিরসন করা হচ্ছে। প্রতিটি সদস্য নিজ নিজ দায়িত্ব পালনে উদগ্রীব। ইতোমধ্যে পুলিশের সকল ইউনিট কার্যক্রম শুরু করেছে।
আইজিপি বলেন, ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, প্রত্যেক হত্যার সুষ্টু তদন্ত ও বিচার হবে। মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে তাকে আইনের আওতায় আনা হবে।
আইজিপি ময়নুল ইসলাম আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনস্থ পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন।