নিজেস্ব প্রতিবেদক : সরকারি সব গ্রেডের চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে না গিয়ে পুনরায় শাহবাগে ফিরে এসেছেন।
তারা শাহবাগেই অবস্থান নেবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে আসেন। পরে মেট্রোরেল স্টেশনের নিচে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা- ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে পুলিশকে পিছিয়ে দিয়েছেন। পুলিশ সরে গিয়ে বঙ্গবন্ধু স্পেশালাইজড হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ বলে দুয়োধ্বনি দিচ্ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানান, আজ শিক্ষার্থীরা শাহবাগেই অবরোধ পালন করবেন।