কুমিল্লা প্রতিনিধি :কুমিল্লার সদর দক্ষিণে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘোষগাঁও গ্রামের মৃত কবির হোসেনের ছেলে হাসান (৭) ও হোসাইন (৭)। স্থানীয় ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসান ও হোসাইন ঘরের পাশে খেলা করছিল। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ঘরের পাশের গর্তে জমে থাকা পানি থেকে তাদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। এটি অপমৃত্যু কিনা যাচাই করা হচ্ছে।