1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

নির্মাণাধীন বেইলি সেতু ভেঙ্গে শ্রমিক আহত: আটক ২জন

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

মো: রায়েজুল আলম, শরীয়তপুর প্রতিনিধি: বাল্কহেডের ধাক্কায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন বেইলি সেতু ভেঙ্গে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে। এঘটনায় বাল্কহেডসহ দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। আজ বধবার (০২ অক্টোবর) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এই র্দুঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবী করে নড়িয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় এলজিইডি স্থানীয় সুত্রে জানাগেছে, শরীয়তপুরের নড়িয়া- জাজিরা সড়কের কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুটি দীর্ঘদীন যাবত যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।

এর পর স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এলজিইডি দরপত্র আহবান করে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে কোহিনূর এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ করে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপাড়ের জন্য ট্রলারের ব্যবস্থা করা হলেও জনসাধারণের হাঁটার সড়ক স্বাভাবিক রাখতে নদীর উপর নির্মাণ করা হচ্ছিল একটি বেইলি সেতু। আজ বুধবার সকাল ১০ টার দিকে একটি বালুভর্তি বাল্কহেড ফুট বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর খুটির সাথে ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পরে। এসময় সেতুর উপরে কাজ করা অবস্থায় এক নির্মাণ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা বাল্কহেডের চালক মো. হাসান হাওলাদার (৩০) ও সোহেল কিবরিয়া (২৬) নামে দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বাল্কহেডটি জব্দ করেছে নড়িয়া পুলিশ। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম উদ্দিন মোল্লা বলেন, কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন বেইলি সেতুর সঙ্গে বাল্কহেডের ধাক্কার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম বলেন, নড়িয়া-জাজিরা সড়কের কীর্তিনাশা নদীর উপর প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ১০৫ মিটার আরসিসি সেতু নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ চলমান থাকায় যাত্রীরা হেটে পারাপারের সুবিধার্থে নদীর ওপর ১০০ মিটার ফুট ওভারব্রিজের নির্মাণ কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান কোহিনূর এন্টারপ্রাইজ। বাল্কহেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ব্রীজটি সংস্কার করতে সময় লাগবে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান বাল্ক হেডের মালিকের নিকট ক্ষতিপুরণ দাবী করে করে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা