1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

শফিকুল ইসলাম চুন্নু ,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, গাড়ি ভাঙচুর আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়

অবরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

জানা গেছে, আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে সড়ক অবরোধ করা হয়। অবরোধকে কেন্দ্র করে পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সকাল আটটা থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মহাসড়কে গাছের গুড়ি আরসিসি পিলার টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় পুরো এলাকায় বিএনপির দখলে নেয়। এরপর দফায় দফায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় বিআরটিসি বাসসহ বেশ কিছু যানবাহনে ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ বিএনপির নেতাকর্মী ও পথচারীসহ আহত হয় ১০জন।

আড়াইহাজার থানার ওসি আহসান হাবিব জানান, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে বিএনপি নেতাকর্মীরা অবরোধ করছেন। তাদের নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির খশরু জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিএনপি

এর আগে শনিবারের মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) দেশজুড়ে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হয়। পরে এদিন সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ পালন করবে বিএনপি ও এর শরিক গণতন্ত্র মঞ্চ।

এর আগে অবরোধের সমর্থনে সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মন্টু মেম্বার সভাপতি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল, সালাউদ্দিন সালু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জুবায়ের রহমান জিকু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা