মোঃ রায়েজুল আলম শরীয়তপুর থেকে : নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠণ করা হয়েছে। বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আঃ খালেক ইমনকে সভাপতি ও দৈনিক বাংলার নড়িয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়ালকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে নড়িয়া পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এক সাধারণ সভায় দৈনিক নয়াদিগন্তের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চ্যানেল আই ও বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি এস এম মজিবুর রহমান, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি এম এ ওয়াদুদ, এনটিভির জেলা প্রতিনধি আব্দুল আজিজ শিশির, বিটিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন প্রমুখ। সভায় সাবেক কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি মাহবুব আলম (দৈনিক কালেরকণ্ঠ) ও সোহাগ খান সুজন(দৈনিক সমকালের জেলা প্রতিনিধি) যুগ্ম সাধারণ সম্পাদক রকি আহমেদ (এশিয়ান টিভি) ও ইলিয়াছ মাহমুদ (দৈনিক ইনকিলাব) সাংগঠনিক সম্পাদক নুরে আলম জিকু (ভোরের খবর), দপ্তর সম্পাদক জামাল হোসেন (আনন্দ টিভি) অর্থ সম্পাদক রাব্বি ছৈয়াল (দৈনিক যায়যায়দিন), ক্রীড়া সম্পাদক সোহাগ খাকী (দৈনিক গণমুক্তি) । এ ছাড়াও ৫জন কার্যনির্বাহী সদস্য এবং ৩ জন উপদেষ্টা নির্বাচিত
করা হয়।
শরীয়তপুর প্রতিনিধি