1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

দুই ম্যাচ জিতে সমর্থকদের প্রতিদান দিতে চান লিটন

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৪৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের চলমান আসরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ স্রেফ আনুষ্ঠানিকতার। অবশ্য দুই ম্যাচ জিতে ‘শেষ ভালো’র সান্ত্বনা নিয়ে বাড়ি ফেরার সুযোগ পাচ্ছে সাকিব আল হাসানের দল। দলের ওপেনার লিটন দাস সমর্থকদের জন্য এই দুই ম্যাচ জিততে চান। আইসিসির এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন লিটন।

সাকিব আল হাসানের নেতৃত্বে বড় আশা নিয়ে বিশ্বকাপে খেলতে যায় বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে শুরুটা ভালো করলেও ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের কাছে হারে তারা। এমন হারের পরও দলকে সমর্থন দিয়ে গেছেন সমর্থকেরা। সেই সমর্থকদের জন্যেই বাকি দুই ম্যাচ জিততে চায় বাংলাদেশ। দিতে চায় প্রতিদান।

ভিডিও বার্তায় লিটন বলেন, ‘ভক্তরাই আমাদের মূল শক্তি। তারা আমাদের অনুপ্রেরণা যোগায়। আমরা যেখানেই খেলি তারা আমাদের সমর্থন করবেই। এটা অনেক বড় পাওয়া। আমাদের এখনও দুটি ম্যাচ বাকি। সেই দুটি ম্যাচ জিতে আমরা কিছু ফিরিয়ে দিতে চাই।’

আসরে বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে পারেনি বলেই হেরেছে বলে লিটনের ধারণা। সব ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না দল। এই ম্যাচ জিততেই চান, সেটা লিটনও জানিয়ে গেলেন।

এই ওপেনার বলেন, ‘এই ম্যাচটি জিততেই হবে। আমরা এখনও নিজেদের সেরাটা খেলতে পারিনি। এখনও নিজেদের শতভাগ আমরা দিতে পারিনি। প্রতিদিনই নতুন বোলার, নতুন চ্যালেঞ্জ। আমার এসব নিয়ে পরিকল্পনা আছে। এই উইকেটে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সফল হবো।’

নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুপুর আড়াইটায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। তারপর ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ সফর শেষ করবে বাংলাদেশ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা