1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

ঢাকার সিনেমায় নতুন জুটির অভিষেক

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১০৬ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: নব্বইয়ের দশকে মফস্বলের কলেজপড়ুয়া একজোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইতি চিত্রা’। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাইসুল ইসলাম অনিক। তার প্রথম সিনেমা এটি। অভিনয় করেছেন নতুন জুটি রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু। এ সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে ঋতুর। এর আগে সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম নায়ক হিসেবে পর্দায় আসছেন ইভন।

গল্পে রিতুর নাম চিত্রা, ইভনের মাশুক। চিত্রা গ্রামের মোড়লের মেয়ে, মাশুক মুচিরছেলে। দু’জনের প্রেম আদান-প্রদানের মূল মাধ্যম চিঠি। নানা ঘটনাপ্রবাহে গল্প এগিয়ে যায়।
বরিশালের মেয়ে জান্নাতুল রিতু। মা-বাবার দু’কুলেসংস্কৃতি অঙ্গনের কেউ নেই। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিতু নায়িকা হবেন কখনও ভাবনায়ও ছিল না। পরিচালকের প্রস্তাব পেয়ে আগ্রহী হলেন সিনেমায়। ইভনও বরিশালের ছেলে। কাজ করছেন দৃষ্টিপাত নাট্যদলে। পাশাপাশি সিনেমাও করছেন।নায়ক হিসেবে ইভনের দ্বিতীয় ছবি ‘মেঘের কপাট’। ‘ইতি চিত্রা’নিয়ে আশাবাদী এই অভিনেতা।

ইভন বলেন, ‘দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায় এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের অভিনীত চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

ঋতু বলেন, ‘এমনিতেই প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। তাই নার্ভাসনেসটা একটু বেশি কাজ করছে। নিজের সর্বোচ্চটা দিয়ে পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। অপেক্ষায় আছি দর্শক আমাকে কীভাবে নেবে সেটার জন্য।’

নির্মাতা রাসেলও প্রথম সিনেমা ইতি চিত্রা। বড় পর্দায় কাজে নামার আগে বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন নাটক নির্মাণ করে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।

সিনেমার জন্য গল্পটা ঠিক করেছিলেন ২০১০ সালে। এক যুগ পর সিনেমার স্বপ্ন পূরণ হচ্ছে তাঁর। রাসেল বলেন, ‘ইতি চিত্রা সপরিবারে দেখার মতো একটি মিষ্টি প্রেমের গল্প। আমি এবং আমার পুরো টিম চেষ্টা করেছি একটা মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের। গল্পের প্রয়োজনেই নতুন মুখ নিয়ে কাজ করেছি।’

ইভন-ঋতু ছাড়া ইতি চিত্রা সিনেমায় অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন প্রমুখ। আজ দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা